get paid to paste

অসাধারন একটা ইংরেজি...

আজ আমি আপনাদের জানাব একটা অসাধারন ইংরেজি থেকে বাংলা ডিকশনারি এর সম্মন্ধে। এটা কোন সফটওয়্যার না। তার মানে আপনাকে কোন কিছু ডাউনলোড করতে হবে না। শুধু মাত্র একটা কিল্ক করলেই চলবে। এটা হচ্ছে একটা মজিলা ফায়ার ফক্স এর একটা অ্যাডঅন্স। তার মানে বুঝাচ্ছে শুধু মাত্র মজিলা ফায়ার ফক্স এর ব্যবহারকারীরাই এটা ব্যবহার করতে পারবে মাত্র। এই অ্যাডঅন্স এর নামটা হচ্ছে English 2 Bangla Dictionary. যার লোগো হিসাবে দেয়া আছে বাংলার "অ" । এই অ্যাডঅন্সটি ফায়ার ফক্স এ যোগ করার জন্য আপনাকে এই ঠিকানায় যেতে হবে
 https://addons.mozilla.org/en-US/firefox/addon/english-2-bangla-dictionary/?src=userprofile 

তার পর Add to Firefox বাটন এ ক্লিক করে অ্যাড করতে হবে ।
এবার ব্যবহারের পালা। কোন একটা ইংরেজি শব্দ সিলেক্ট করে তার উপর মাউস এর রাইট বাটন ক্লিক করুন । দেখবেন সেখানে একটা অপশন আসবে যেখানে লেখা থাকবে "Get Bangla Meaning"। এটাতে ক্লিক করার পরই চলে আসবে শব্দটির অর্থ। আপনার ইন্টারনেট স্পীড এর উপর নির্ভর করবে কত তারাতারি শব্দটির অর্থ দেখতে চান। মনে রাখবেন কোন শব্দ যদি পাস্ট ফর্ম বা অন্য কোন ফর্মে থাকে তাহলে এটা "Not Found" দেখাতে পারে... সেক্ষেত্রে শেষের "s","es","ed" ,"ing" ইত্যাদি বাদ দিয়ে চেষ্টা করবেন। 

অ্যাডঅন্সটির সুবিধাঃ 
১। এটা অ্যাড করার পর ফায়ার ফক্স রিস্টার্ট দিতে হবে না।
২। বাংলা ও ইংলিশ দুটো অর্থই দেখায়। 

অ্যাডঅন্সটির অসুবিধাঃ 
১। ইন্টারনেট লাইন ছাড়া অর্থ দেখা যায় না।
২। কোন শব্দ যদি পাস্ট ফর্ম বা অন্য কোন ফর্মে থাকে তাহলে এটা "Not Found" দেখাতে পারে... সেক্ষেত্রে শেষের "s","es","ed" ,"ing" ইত্যাদি বাদ দিয়ে চেষ্টা করবেন।
৩। ইন্টারনেট স্পীড খুব কম হলে অর্থ নাও দেখাতে পারে। 

অ্যাডঅন্সটির স্রষ্টাঃ
এই অ্যাডঅন্সটির এর স্রষ্টা বাংলাদেশি এক ছাত্র যার নাম মাহফুজ খান। এই ভাইটি আমাদের সিলেটের অধিবাসী ।

একটা কথা না বললেই নয়। এই অ্যাডঅন্সটি সম্পর্কে আমি জেনেছিলাম কোন এক ব্লগার ভাই এই কাছ থেকে। এই মুহূর্তে তার সম্পর্কে কিছু বলতে পারছিনা বলে আমি দুঃখিত। 
আজ এই পর্যন্তই। পরে আবার আসব নতুন কিছু নিয়ে। ভাল থাকবেন সবাই।[tpsize=3][/tpsize][tpsize=4][/tpsize][tpsize=5][/tpsize]

Pasted: Sep 26, 2012, 7:22:12 pm
Views: 36